স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে মোঃমনিরুজ্জামানকে গাজীপুরে পদায়ন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে মোঃ মনিরুজ্জামানকে (উপসচিব) গাজীপুরে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মোঃ মনিরুজ্জামান বর্তমানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে ফরিদপুরে কর্মরত আছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোসা: নাজমা নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামানকে (১৫৭৮৩) ফরিদপুর থেকে বদলিপূর্বক একই পদে গাজীপুরে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বিসিএস) ২৪ তম ব্যাচের কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ২০১৪ সালের ১৬ জুন থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে গাজীপুরের কালীগঞ্জে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি উপসচিব হিসেবে পদোন্নতি পান। এরপর তিনি জাতীয় সংসদ সচিবালয়ে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন। সংসদ সচিবালয়ে কর্মরত থাকা অবস্থায় ২০১৮ সালের ২৫ এপ্রিল মোঃ মনিরুজ্জামানকে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়। সর্বশেষ তিনি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে ২০১৯ সালের ২৭ মে থেকে তিনি ফরিদপুরে কর্মরত আছেন।
তাঁর নিজ জেলা মাগুরা।
উল্লেখ্য: গত ১৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের গাজীপুরের উপপরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে উপসচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে।
আরো জানতে….
দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে উপসচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পদায়ন