পূবাইলে ডোবার পানিতে ডুবে এক যুবকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের পাকুরিয়ারটেক এলাকায় ডোবার পানিতে ডুবে শাকিল খান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাকিল খান পূবাইলের মাঝুখান পশ্চিমপাড়া এলাকার শফিক খানের ছেলে।
জিএমপি’র পূবাইল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জাহাঙ্গীর আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শাকিল খান মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার ভোরে পাকুরিয়ারটেক এলাকার ডোবায় তার লাশ দেখে স্থানীয়রা নিহতের বাড়িতে এবং থানায় খবর দেন।
এস আই জাহাঙ্গীর আলম আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ডোবার পানিতে ডুবে তিনি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।