গাজীপুরে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামী পালিয়েছে!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বিথী আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ রেখে স্বামী পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে মৃত অবস্থায় ওই গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেলে দুপুরে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত গৃহবধূ বিথী আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভাদুঘর এলাকার আমির হোসেনের মেয়ে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার সকালে বিথী আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন বৃষ্টি নামে এক নারী। বিথীকে মৃত ঘোষণা করার পর আর ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি। এ সময় নিহতের স্বজন কাউকে না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বিথীর স্বজনদের (বাপের বাড়ির) বরাত দিয়ে জিএমপি’র বাসন থানার উপ পরিদর্শক (এসআই) মাসুম হোসেন খান বলেন, প্রেমের সম্পর্ক ধরে প্রায় ছয় মাস আগে বিথী গাজীপুরে এসে ইয়াসিন সিকদার নামে এক ব্যক্তিকে বিয়ে করেন।
ইয়াসিন শিকদার বিথীকে নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে মহানগরের নলজানী এলাকার বেলায়েতের বাসায় ভাড়া থাকতেন। নিহতের স্বজনরা স্বামীর নাম ইয়াসিন শিকদার ছাড়া তার ঠিকানা বা স্বামীর পরিবারের অন্যদের সম্পর্কে কিছুই জানাতে পারেনি।
হাসপাতাল থেকে লাশ উদ্ধারের সময় বিথীর স্বামী বা স্বমীর পরিবারের কাউকে পাওয়া যায়নি। তারা পলাতক রয়েছেন বলে জানান এসআই মাসুম হোসেন।
এসআই মাসুম হোসেন খান বলেন, ‘খবর পেয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। নিহতের মুখে ফেনা ও বিষের দুর্গন্ধ পাওয়া গেছে। এটি আত্মহত্যা না কি হত্যা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’