গুলিস্তানে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক কারবারি’ নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’কামাল (৩৫) ওরফে গাঁজা কামাল নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি মাদক কারবারি।
মঙ্গলবার দিবাগত রাতে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের সামনে কথিত এ বন্দুকযুদ্ধ হয়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাদক কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ইয়াবা, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ কামালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।