গাছা থেকে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে র্যাব
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের গাছার শরীফপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে র্যাব-১।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানায়।
আটকরা হলো- গাছার শরীফপুর সরকার বাড়ী এলাকার সজীব (২৪), কিশোরগঞ্জের তাড়াইল থানার মুরাকান্দী এলাকার তোফাজ্জল হোসেন (২০) ও ময়মনসিংহের ধোবাউড়া থানার মুন্সিরহাট এলাকার আল আমিন (২০)। তোফাজ্জল গাছার শরীফপুর সরকার বাড়ী এলাকায় এবং আল আমিন সাইন বোর্ড ভুষির মিল এলাকায় ভাড়ায় বসবাস করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদে জানতে পারে গাছা থানাধীন শরীফপুর এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃতে অভিযান চালিয়ে ৩ ডাকাতকে আটক করে। তাদের কাছ থেকে একটি ক্রিজ, একটি হাসুয়া এবং একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।