সিংহের প্রকাশ্য শত্রুরা দুর্বল, বৃশ্চিকের হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : কর্মক্ষেত্রে পুরো অতৃপ্তি বিরাজ করবে। অবৈধ কাজে জড়িত হওয়ার আশঙ্কা আছে। প্রকাশ্য শত্রুরা তৎপর সাবধানে থাকুন।

বৃষ : সন্তান কঠিন অসুখে পড়তে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো নয়। মায়ের স্বাস্থ্যের যতড়ব নিন।

মিথুন : মাকে হঠাৎ নানা রোগে আক্রমণ করবে। ছোট ভাইবোনকে সাবধানে রাখুন। নিজের মেজাজ ঠান্ডা রাখুন।

কর্কট : মানসিক শক্তি কমে গেছে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। সাবধানে থাকুন। আয় ভালো নয়।

সিংহ : স্ত্রীর আয় সামান্য বাড়তে পারে। সব কাজে বাধা ও অতৃপ্তি। তবে প্রকাশ্য শত্রুরা দুর্বল আছে।

কন্যা : ছোট ভাইবোনের স্বাস্থ্য নিয়ে মহাবিপদে থাকবে। স্বল্প ভ্রমণ অতৃপ্তিদায়ক হবে অথবা বাতিল হয়ে যাবে।

তুলা : স্ত্রী নানা অসুখে ভুগবে। গোপন শত্রুরা দুর্বল হয়ে পড়েছে। তবে রাজরোষ থেকে দূরে থাকুন।

বৃশ্চিক : পুরনো আশা শেষ পর্যন্ত বাতিল হবে। কাজে মন বসবে না। তবে হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ আছে।

ধনু : নানা রোগে আক্রমণ করবে। খুবই সাবধানে থাকুন। তবে লটারিজাতীয় হঠাৎ প্রাপ্তি যোগ আছে।

মকর : পিতার শারীরিক অবস্থা খুবই খারাপ হবে। দূরদেশ ভ্রমণ বাতিল হবে। তবে হঠাৎ কাজে কিছুটা সুবিধা পেতে পারেন।

কুম্ভ : বিদেশযাত্রা বাতিল হবে। রোগে ব্যয় বাড়বে। কাজে গতি নেই বললেই চলে।

মীন : ঠান্ডাজনিত রোগ ভয় আছে। সেই সঙ্গে স্নায়ু, পেট ও হৃদরোগের প্রভাব বাড়বে। ভ্রমণ বাতিল হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button