অনুমোদন পেল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের লোগো

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) লোগো অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জিএমপির লোগো অনুমোদনের জন্যে পাঠানো হলে রোববার তা অনুমোদ পায় বলে জানান জিএমপি পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।

গাজীপুর সিটি করপোরেশন গঠনের প্রায় চার বছর পর ২০১৭ সালের অক্টোবরে গঠিত হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এর প্রায় ১০ মাস পর জিএমপি লোগো পেল।

কমিশনার বেলালুর রহমান বলেন, জিএমপি কর্মকর্তারা মিলে ১০টি লগো তৈরি করে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়। সেখান থেকে ৫টি বাছাইয়ের পর মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে পাঠালে তিনি এ লোগোটি নির্বাচন করেন।

ইতোমধ্যে জিএমপির আটটি থানার সীমানা এবং লোকবলও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। আট থানাসহ জিএমপিতে ১১৫২ জনের লোকবলও নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, লোগোতে গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য জাগ্রত চৌরাঙ্গী ও ভাওয়ালের ঐতিহ্যবাহী শালগাছের প্রতিচ্ছবি রয়েছে। এছাড়া লোগোর নিচের দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লেখা থাকছে। তাদের পোশাক, অফিসের সাইবোর্ড ও বিভিন্ন নথিতে ওই লোগো সংযোজন করা হচ্ছে।

২০১৩ সালের ১৬ জানুয়ারি ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় দেশের ১১তম সিটি করপোরেশন গাজীপুর সিটি করপোরেশন।

 

আরো জানতে….

গাজীপুর মেট্রোপলিটনে কমিশনার নিয়োগ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু ১৬ সেপ্টেম্বর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button