টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, লুণ্ঠিত স্বর্ণালঙ্কারসহ ৭ ডাকাত গ্রেফতার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী থেকে ডিবি পুলিশ পরিচয়ে জুয়েলারী ব্যবসায়ী ও কর্মচারীকে তুলে নিয়ে মালামাল লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।

এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত প্রায় ৩ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা, একজোড়া হ্যান্ডকাফ, ডিবি পুলিশের দুইটি জ্যাকেট, একটি ওয়াকিটকি, ৭টি মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জিএমপি’র সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম।

গ্রেফতাররা হলো- ঝালকাঠির আসাদুজ্জামান পলাশ (৪০), পিরোজপুরের অলিউর রহমান (৪০), বরিশালের আব্দুল হাকিম (৪০) ও কামরুল ইসলাম (৩৬), ঢাকার রিপন আহমেদ ওরফে রবিন (৪০), পটুয়াখালীর মোহন চৌকিদার (৫২) এবং লক্ষীপুরের বাচ্চু মিয়া (৪৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর রাতে টঙ্গী পূর্ব থানাধীন কাজীবাড়ী এলাকার রিয়ামনি জুয়েলার্সের মালিকের মামাতো ভাই ও এক কর্মচারী দোকান বন্ধ করে প্রায় সাড়ে ১৪ ভারি স্বর্ণালঙ্কার ও ১০৭ ভরি রূপার অলঙ্কার নিয়ে বাসায় ফিরছিলেন। পথে কাজীবাড়ী মোড় এলাকায় পৌছলে ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত ৭/৮জন লোক একটি মাইক্রোবাস যোগে এসে তাদের পথরোধ করে। সে সময় তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জুয়েলার্সের ওই দুইজনকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদেরকে গাড়ির ভিতরে মারধর করে সঙ্গে থাকা স্বর্ণ ও রূপার অলঙ্কারগুলো লুটে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই দোকানের মালিক মোঃ ইয়াছিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জ, শাহাবাগ ও পল্টন এলাকা হতে ডাকাতদলের ওই ৭জনকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত প্রায় ৩ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা, একজোড়া হ্যান্ডকাফ, ডিবি পুলিশের দুইটি জ্যাকেট, একটি ওয়াকিটকি, ৭টি মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ নূরে আলম আরো জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা গাজীপুর, ঢাকা, চট্রগ্রাম ও বরিশালসহ বিভিন্ন জেলা এলাকায় নানা কৌশলে ডাকাতি করে আসছিল বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

সংবাদ সম্মেলনে জিএমপি’র সদর জোনের সহকারী কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ডিবি) আবু সায়েম নয়ন, পুলিশ পরিদর্শক ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button