বাঘের বাজারে সেপটি ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু
গাজীপুর কণ্ঠ : গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় সেপটি ট্যাংকে পড়ে সুমাইয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকার রানা আহমেদের মেয়ে। রানা আহমেদ পরিবারে বাঘেরবাজার এলাকায় খোরশেদ আলমের বাড়িতে থাকেন।
নিহতের চাচা হাসান ও স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ সুমাইয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে ভাড়া বাড়ির পাশের সেপটি ট্যাংকের কাছে সুমাইয়ার জুতা দেখতে পায়। পরে সেপটি ট্যাংক খুঁজে সুমাইয়াকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া জানান, সুমাইয়া আক্তারকে মৃত. অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।