নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে নারীর লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ : নিখোঁজের তিনদিন পর মহানগরের গজারিয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে আলেয়া বেগম (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলেয়া বেগম গজারিয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
জিএমপি সদর থানার এস আই শহিদুল ইসলাম জানান, গত ৯ এপ্রিল থেকে আলেয়া নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে ওই এলাকার একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশে ও স্বজনদের খবর দেয় স্থানীয় । পরে বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিসয়টি তদন্ত করে দেখা হচ্ছে।