ঘুমের বড়ি খেয়ে আইসিইউতে এমপিপত্নী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঘুমের অতিরিক্ত বড়ি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের স্ত্রী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক ড. এলিনা আক্তার পলি (৪০)। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

এমপি আয়েন উদ্দিন রাজশাহী নগরীর গ্রেটার রোড কাদিরগঞ্জ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সে বাড়ি থেকেই সাংসদপত্নী এলিনাকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে নেওয়া হয়। কী কারণে তিনি অতিরিক্ত ঘুমের বড়ি খেয়েছেন তা জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এলিনাকে জরুরি বিভাগ থেকে প্রথমে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে দেওয়া হয়েছিল। রাত ১১টা ৫৫ মিনিটে এ ওয়ার্ডে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা ভালো না থাকায় কিছুক্ষণ পরই তাকে আইসিইউতে পাঠানো হয়।

আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘আইসিইউতে যখন আছেন তখন শারীরিক অবস্থা ভালো বলতে পারি না। রাতের মতোই তার অবস্থা স্থিতিশীল।’

এলিনার ভাই আবুল কালাম আজাদ সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে চাননি। এমপি আয়েন উদ্দিন ফোন না ধরার কারণে তার কাছ থেকেও কিছু জানা যায়নি। আর এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button