সামনের মাসেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
গাজীপুর কণ্ঠ,চাকরি-বাকরি ডেস্ক : আসছে মে মাসের মাঝামাঝি সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কয়েকটি ধাপে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।
প্রথম ধাপে সাতটি জেলায় পরীক্ষা নেওয়া হবে। এসব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজারের নিচে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার ১৩ হাজার পদে নিয়েঅগ দেওয়া হবে। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ২৪ লাখের বেশি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, ‘নিয়োগের পরীক্ষা মে মাসের মাঝামাঝি হতে পারে। তবে কোন তারিখে হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দুই একদিনের মধ্যেে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হবে।