মীনের ব্যবসায় লাভ, তুলার প্রেম শুভ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
দৈনন্দিন কাজে মনঃসংযোগ ও আত্মবিশ্বাসের অভাব থাকবে। প্রেমযোগ শুভ। ক্লান্তিবোধ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কথা ও ক্রোধ নিয়ন্ত্রণহীন। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ। প্রেম নিয়ে চূড়ান্তভাবে সংবেদনশীলতা।
মিথুন: (২২মে – ২১ জুন)
বুদ্ধিজীবী ও ব্যবসা সম্পর্কিত বিষয়গুলোর জন্য সময়টি ভালো। কাজে মনঃসংযোগ ধরে রাখা কঠিন হতে পারে।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মক্ষেত্র ও আর্থিক দিকে নক্ষত্ররা ভালো প্রভাব ফেলবে। কর্মযোগে প্রশংসা লাভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
দিনটি অসংখ্য সুযোগ আসবে। কর্মক্ষেত্রে খুশির বাতাবরণ। প্রেমযোগ শুভ। আর্থিক যোগ মিশ্র।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
ব্যবসা আপাদত সমস্যার মধ্য দিয়েই যাবে। আইনি বিষয় অথবা আদালত সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়তে হতে পারে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সুন্দর ব্যবহার প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ভালো করবে। আর্থিক লাভ ও লাভদায়ী ব্যবসার সম্ভাবনা। প্রেম শুভ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ব্যয় বৃদ্ধি পেতে পারে। কাছের মানুষদের সঙ্গে পুনরায় দেখা হতে পারে। দাঁতের ব্যথা বা চক্ষু সমস্যায় ভুগতে পারেন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রকল্প পরিকল্পনার জন্য আদর্শ সময়। কর্মযোগে সাফল্য। ব্যবসাযোগে শুভ। প্রেমযোগ শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
গভীর চিন্তাভাবনা। বুদ্ধিদীপ্ত কাজে লিপ্ত হবেন। প্রেম এবং দাম্পত্য নিয়ে সংবেদনশীলতা। যাত্রাযোগ প্রতিকূলে নাও যেতে পারে।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মন জয় করতে সক্ষম হবেন। পরিচিতির সংখ্যা বাড়বে। প্রেমে সফলতা। নতুন কোনো কাজ শুরু করতে পারেন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
রাশিচক্র জীবিকা ক্ষেত্রে ইতিবাচক সংকেত দিচ্ছে। ব্যবসায় লাভ। আর্থিক লাভ। আনন্দিত ও প্রানবন্ত থাকবেন। প্রেমযোগ শুভ।