শ্রীপুরে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নানি-নাতির মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের টেংরা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে নানি ও নাতির মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দিবাশ্বর গ্রামের আব্দুল কাশেমের স্ত্রী বেগম (৪৫) এবং ময়মনসিংহের পাগলা থানার বাঘেরগাঁও গ্রামের মো. সাদেকের ছেলে নাইম (সাড়ে তিন বছর)। তারা সম্পর্কে নানি ও নাতি।

নাইমের বাবা মো. সাদেক সংবাদ মাধ্যমকে বলেন, তিনি এমসি বাজার এলাকায় তারহা স্পিনিং মিলে চাকরি করেন। সকালে হোসেনপুর থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় নাইমকে নিয়ে তার নানি এমসি বাজারের উদ্দেশে রওনা দেন। টেংরা এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে নাইম ও তার নানি গুরুতর আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button