গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি সুদীপ কুমার চক্রবর্তী ও সা.সম্পাদক মঞ্জুর মোর্শেদ প্রিন্স

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২২-২৩) সভাপতি পদে সুদীপ কুমার চক্রবর্তীসহ ১৭ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত (সাদা প্যানেল) প্রার্থীরা জয়ী হয়েছেন।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে মঞ্জুর মোর্শেদ প্রিন্সসহ ৫ পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ মনোনীত (নীল প্যানেল) প্রার্থীরা জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে শুক্রবার (৪ মার্চ) সকালে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ কফিল উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপি আইনজীবী ভবনে ওই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

২২ সদস্য বিশিষ্ট কমিটিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে কায়েদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে মো: বারিউল সিদ্দিকী, কোষাধ্যক্ষ পদে মীর মো: শাহনূর কবির, লাইব্রেরি সম্পাদক পদে গোলাম রাব্বি, অডিটর পদে আর এ রোমান মÐল, সাংস্কৃতিক সম্পাদক পদে মাহমুদুর রহমান খান (ঝুমুর), ক্রীড়া সম্পাদক পদে রাজীব আহাম্মেদ রাসেল, মহিলা সম্পাদিকা পদে কাকলী সুলতানা রুমা এবং সদস্য পদে হাবিবুর রহমান, নাজমুল হোসেন বুলবুল, আহসান হাবিব দুলাল, নাসির উদ্দিন দর্জি লিটন, সনিয়া শারমিন যুথী, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন ও শহিদুল ইসলাম জনি বিজয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ মনোনীত নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে কে এম হাফিজুর রহমান এবং সদস্য পদে সজীব মোল্যা, শাহ আলম ও আফরোজা আক্তার জয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার কফিল উদ্দিন বলেন, এবারের নির্বাচনে ১ হাজার ৯৭১ ভোটারের মধ্যে ১ হাজার ৮০৮ জন ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button