খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প: এসিল্যান্ডের মাথা ফাটাল গ্রামবাসী, ইউএনওর গাড়ি ভাঙচুর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের কাজ করতে গিয়ে গ্রামবাসীর হামলায় আহত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান।  এ সময় ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়।

রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর গ্রামে এ ঘটনা ঘটে।

এসিল্যান্ডকে উদ্ধার করে উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত লিয়াকত সালমানের সঙ্গে আছেন উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী আবদুল হাই। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, তাঁর (লিয়াকতের) মাথার মাঝখানে প্রায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। মাথায় সিটিস্ক্যান করানো হয়েছে। বর্তমানে তিনি অনেকটাই ভালো আছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বলদিপাড়া-হলদিঘর গ্রামে খাসজমিতে শতবর্ষী ওই মাঠে আশ্রয়ণ প্রকল্প স্থাপন করতে বালু ফেলা কার্যক্রম পরিদর্শনে যান শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার লিয়াকত সালমান। গ্রামবাসী সেখানে আশ্রয়ণ প্রকল্প করতে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা প্রশাসনের লোকজনের ওপর হামলা করেন। এতে লিয়াকত সালমান আহত হন। এ সময় ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও তরিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শুনেছি স্থানীয় জনগণ মাঠ রক্ষায় মানববন্ধন করেছে। আজও আমাদের সঙ্গে বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ আলোচনা হচ্ছিল। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

মাঠটি রক্ষার দাবিতে গত ১৪ জুলাই বেলা ১১টায় বলদিপাড়া-হলদিঘর মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button