স্থায়ীভাবে বন্ধ হচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম রোলার কোস্টার

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইওর স্যান্ডাস্কির অন্যতম আকর্ষণ বিশ্বের দ্বিতীয় উচ্চতম রোলার কোস্টারটি আর সেবা দেবে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দিয়েছে সিডার পয়েন্ট পার্ক কতৃপক্ষ।

উচ্চতায় ‘দ্য টপ থ্রিল ড্রাগস্টার’ নামের রোলার কোস্টারটি এক সময় শীর্ষে ছিল। সম্প্রতি কিংডা কার কাছে শীর্ষ আসন হারায় রাইডটি। ১৯ বছর ধরে ড্রাগস্টার প্রায় দুই কোটি গ্রাহককে সেবা দিয়েছে।

গত বছরে এই রাইডের উপরে দিক থেকে একটি ধাতব অংশ খুলে যায়। এ দুর্ঘটনায় এক নারী আহত হলে বিষয়টি তদন্ত করে রাষ্ট্রপক্ষ। তাতে অবৈধ ব্যবহার কিংবা ইচ্ছাকৃত ভুলের কোন আলামত পাওয়া যায়নি। ওই কারণে গত বছরের ১৫ আগস্ট থেকে রাইডটি বন্ধ রাখে কর্তৃপক্ষ।

তবে রোলার কোস্টারটি একেবারে বন্ধ করে দেয়াটা সেই দুর্ঘটনার কথা ভেবে কিনা, এ ব্যাপারে মুখ খুলেনি কেউ-ই। ঘোষণায় শুধু বলা হয়েছে, এই ঐতিহ্য চলতে থাকবে। নতুন রাইডের অভিজ্ঞতা দিতে আমাদের কর্মীরা কঠোর পরিশ্রম করছে।

নতুন পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হলে পরবর্তীতে সেটা প্রকাশ করা হবে বলে কর্তৃপক্ষ জানায়।

৪২০ ফুট উচ্চতা ছিল দ্য টপ থ্রিল ড্র্যাগস্টারের। এখন শীর্ষে আছে নিউজার্সির কিংডা কা, যার উচ্চতা ৪৫৬ ফুট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button