ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা উস্কানিমূলক নীতি অনুসরণ করছে: এরদোগান

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো উসকানিমূলক নীতি অনুসরণ করছে। তারা রাশিয়াকে উসকানি দিচ্ছে এবং তার সক্ষমতাকে খাটো করে দেখছে।

সারবিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান এসব কথা বলেন। বর্তমানে তিনি বলকান অঞ্চল সফরে রয়েছে এবং তার অংশ হিসেবে তিনি গতকাল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

এরদোগান সাংবাদিকদের বলেন, “আমি পরিষ্কার করে বলবো যে, রাশিয়ার প্রতি পশ্চিমা দেশগুলোর আচরণ সঠিক নয় কারণ পশ্চিমা বিশ্ব এমন একটা নীতির ফলক অনুসরণ করছেন যা উসকানিমূলক।”

এরদোগান বলেন, “আমি কোনো দেশের নাম নেব না কিন্তু এ কথা বলতে পারি যে, পশ্চিমা কয়েকটি দেশের দৃষ্টিভঙ্গি মোটেই সঠিক নয়। তিনি বললেন যখন উসকানিমূলক নীতি অনুসরণ করা হয় তখন সেখান থেকে ভালো ফলাফল আসে না।”

এরদোগান দাবি করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তার দেশ অনেক বেশি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে যার কারণে জুলাই মাসের প্রথম দিকে শস্য রপ্তানির মতো চুক্তি সম্ভব হয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভেতরে এরদোগান দু দেশই সফর করেছেন। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তুরস্কের উপরে বেশ অসন্তুষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button