ঢাকায় পৌঁছেছে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছেছেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শিগগিরই প্রণয় কুমার ভার্মা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করে দায়িত্ব পালন শুরু করবেন।
প্রণয় কুমার ভার্মা সদ্য বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হয়েছেন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ২৯ জুলাই জানানো হয়, ভিয়েতনামে নিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন। কর্মজীবনে তিনি হংকং, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, হ্যানয় ও কাঠমান্ডুতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।