যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে গুলি, নিহত ১০

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশে চেসাপিক শহরে ওয়ালমার্ট স্টোরে ঢুকে গুলি চালায় বন্দুকধারী। মৃত অন্তত দশ। পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীরও মৃত্যু হয়েছে।

আমেরিকায় স্কুলে, শপিং মলে, দোকানে, খোলা জায়গায় বন্দুকধারীদের তাণ্ডব চলছেই। স্থানীয় সময় মঙ্গলবার রাতে চেসাপিকে ওয়ালমার্ট স্টোরে জিনিস কিনতে আসে সাধারণ মানুষ। এক বন্দুকধারী সেই স্টোরে ঢুকে গুলি চালাতে থাকে। তাতে অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের গুলিতে বন্দুকধারী মারা যায়।

এই ওয়ালমার্ট স্টোর শহরের স্যাম সার্কেলে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ”আমরা ভিতরে ঢোকার পরেই দেখি অনেকগুলি দেহ পড়ে আছে। কেউ মারা গেছেন। কেউ আহত। স্টোরে ঢোকার পরেই প্রথমে বন্দুকধারীকে গুলি করে মারা হয়।”

ওই কর্মকর্তা জানিয়েছেন, তাদের ধারণা, একজন বন্দুকধারীই ছিল।

প্রচুর পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা এখন ওয়ালমার্ট স্টোর ও আশপাশের এলাকা তল্লাশি করে দেখছে।

ভার্জিনিয়ার স্টেট সেনেটর লুইজি লুকাস বলেছেন. ”হৃদয়বিদারক ঘটনা। আমার শহরে আমার এলাকায় এই ঘটনা ঘটেছে, তা ভাবতেই পারছি না। যতক্ষণ পর্যন্ত আমরা একটা সমাধানে না আসতে পারি, ততক্ষণ আমি লড়ে যাব।”

আমেরিকায় এখন বন্দুকধারীদের তাণ্ডব ভয়ংকরভাবে বেড়ে গেছে। বাইডেন বারবার অস্ত্রআইন কড়া করার কথা বললেও তাতে লাভ হয়নি। রিপাবলিকানরা কড়া আইন চায় না। এনিয়ে অ্যামেরিকায় অনেক বিতর্ক হয়েছে। কিন্তু আইন যথেষ্ট কড়া হয়নি। ফলে ঘটনাতেও রাশ টানা যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button