শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় বহুতল ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকেএ ঘটনা ঘটেছে।

নিহত তিন শ্রমিক হলেন—নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কছপিয়া গ্রামের মো. আজাদের ছেলে মো. পিয়াস (২০), একই এলাকার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বগারচর এলাকার মুকুল মিয়ার ছেলে মনোয়ার হোসেন (২৫)। তিন শ্রমিকই ওই কারখানার নির্মাণপ্রতিষ্ঠান আলিফ এন্টারপ্রাইজের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার স্কাইনিস পাওয়ার কোম্পানি নামের বহুতল ভবনে নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা।সে সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বৈদ্যুতিক তারেও দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে। এতে ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়।

গাজীপুর ফায়ার সার্ভিস ও ‍সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়ে ভবন থেকে নীচে পড়ে যান তিন শ্রমিক। সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন জনের মরদেহ উদ্ধার করেছে।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নির্মাণাধীন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ছাড়া ওই কারখানার ‘সেফটি অ্যান্ড সিকিউরিটির’ দায়িত্বে থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button