পূবাইলে তেলের লরি চাপায় পিতা-পুত্রের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের মিরের বাজার এলাকায় প্রতিবন্ধী পুত্রকে হুইল চেয়ারে বসিয়ে ভিক্ষা করার সময় তেলের লরি চাপায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ লরিটি আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ মে) বিকেল ৪টার দিকে মিরের বাজার রেল গেইট এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলো, শেরপুরের শ্রীবরদী থানার ঝালকাটা এলাকার জলিল হোসেন (৫৫) এবং তার ছেলে শহিদ (১৪)। তারা পূবাইলের আইয়ুব আলী পাঠানের বাড়িতে ভাড়া থেকে ভিক্ষাবৃত্তি করতেন।
আটক লরি চালক শ্রী সুজন মাল্লা (৩৫) জামালপুর ঝেলার মাদারগঞ্জ থানার বীর ভাটিয়ানী থানার চাম্পা মাল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী ছেলে শহীদকে হুইল চেয়ারে বসিয়ে পিতা জলিল হোসেন মিরের বাজার এলাকায় সড়কে ঘুরে ঘুরে বিভিন্ন গাড়ি থেকে টাকা (ভিক্ষাবৃত্তি) তুলতো। শুক্রবার বিকেলে তারা মিরের বাজার রেল গেইট এলাকায় ভিক্ষাবৃত্তি করার সময় গাজীপুরগামী একটি তেলের লরি হুইল চেয়ারে থাকা শহিদ ও তার বাবা জলিলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়। পরে লরি চালক শ্রী সুজন মাল্লাকে আটক করে পুলিশ।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন কুমার কুণ্ড বলেন, বিকেলে মীরের বাজার এলাকায় সড়কের পাশ দিয়ে হুইল চেয়ারে করে ছেলে শহীদকে নিয়ে যাচ্ছিল জলিল হোসেন। এ সময় তেলের একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জলিল হোসেন ও তার প্রতিবন্ধী ছেলে শহীদ মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এঘটনায় চালকসহ লরিটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।