চাকরিতে উন্নতি মেষের, প্রেম শুভ তুলার
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ–২০ এপ্রিল)
প্রেম নিয়ে ছোটখাটো সমস্যা। ভ্রমণের জন্য আলোচনা হতে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ। চাকরিতে উন্নতি।
বৃষ: (২১ এপ্রিল–২১ মে)
প্রেমযোগ শুভ হলেও সমস্যার যোগ আছে। বাজে কাজে সময়ের অপচয় হতে পারে। লেখকদের জন্য শুভ।
মিথুন: (২২মে–২১ জুন)
প্রেমে বিবাদ মিটিয়ে নিন। ব্যবসায় ভালো সুযোগ মিলতে পারে। কর্মে হানিকারক কিছু ঘটতে পারে। যাত্রাযোগ শুভ।
কর্কট: (২২ জুন–২২ জুলাই)
প্রেমে সমস্যা। কর্মে চাপ বাড়তে পারে। সাহিত্য চর্চায় আনন্দ পেতে পারেন। ব্যবসা শুভ। ধর্মে মনোনিবেশ।
সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
প্রেমযোগ মিশ্র। পরিবারে ধার্মিক কাজে বাধা। বন্ধুর থেকে উপকার পেতে পারেন। যাত্রাযোগ শুভ।
কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
প্রেমের ব্যাপারে পারিবারিক চাপ বাড়তে পারে। ব্যবসায় বদ সঙ্গের জন্য বিপদ আসতে পারে। গঠনমূলক কাজে উন্নতি।
তুলা: (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
প্রেমযোগ শুভ। ভোজনবিলাসে ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। যাত্রাযোগে বাধা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
প্রেম নিয়ে সমস্যা কমবে। নতুন যোগাযোগ আসতে পারে। অর্শ জাতীয় রোগ বাড়তে পারে। ব্যবসা শুভ।
ধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
প্রেম নিয়ে সতর্কতা। সম্পত্তি নিয়ে পরিবারে চাপ আসতে পারে। যাত্রাযোগ শুভ। কর্ম শুভ।
মকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
প্রেমযোগ শুভ। মাস শেষে ভ্রমণ যোগ। ব্যবসা শুভ। সঞ্চয় বাড়তে পারে। যাত্রাযোগ শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
উপহার প্রাপ্তি। সময়টায় ব্যয় বাড়তে পারে। আইনি কাজের জন্য বিশেষ আলোচনা। ব্যবসা শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
প্রেমে বিবাদ। কর্মে মতবিরোধ। প্রিয়জনের থেকে শুভ খবর পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে।