গাজীপুরে পুনাকের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন এবং সহায়তা সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র ‘গাজীপুর প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্রে’র উদ্বোধন এবং কর্তব্যরত অবস্থায় নিহত ও অসহায় পুলিশ পরিবারের সদস্যদের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুনাক সভানেত্রী প্রথমে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন এলাকায় ‘গাজীপুর পুনাক প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্রে’র উদ্বোধন করেন। পরে দুপুরে মহানগরের লক্ষীপুরা এলাকায় জেলা পুলিশ লাইনস্ প্রাঙ্গনে কর্তব্যরত অবস্থায় নিহত ও অসহায় পুলিশ পরিবারের সদস্যদের জন্য সহায়তা সামগ্রী বিতরণ করেন।

সেখানে গাজীপুর পুনাকের সভানেত্রী জিনিয়া ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাকের কেন্দ্রীয় সহ-সভানেত্রী শায়লা ফারজানা, কেন্দ্রীয় সদস্য নওরিন হক চৌধুরী, সদস্য সায়মা হক প্রমুখ। অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত দুই পুলিশ সদস্যকে দুটি ব্যাটারি চালিত অটোরিকশা, দুইজনকে হুইল চেয়ার, পাঁচ জনকে সেলাই মেশিন ও পাঁচ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button