‘প্রাণ ফ্রুটো ম্যাংগ ড্রিংক’ পরীক্ষাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের মুলগাঁও এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘প্রাণ ফ্রুটো ম্যাংগ ড্রিংক’ পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘Uno Kaliganj’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘কালীগঞ্জস্থ প্রাণ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সন্দেহের উদ্রেক হওয়ায় প্রাণ কর্তৃক উৎপাদিত ফ্রুটো ম্যাংগ ড্রিংক এ ব্যবহৃত ভিটামিন ‘এ’ এর নমুনা সংগ্রহ করে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৪৬ ধারা মোতাবেক তা পরীক্ষা করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী (DG, Health, Mohakhali) তে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’’।
সোমবার দুপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দেব প্রসাদ উপস্থিত ছিলেন।
আরো জানতে……
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা: এক লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়
কালীগঞ্জে অবৈধ ‘চ্যালেঞ্জ ফুড’ সীলগালা করেছে উপজেলা প্রশাসন
কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ ‘বি.এম এনার্জি’, এক লক্ষ টাকা জরিমানা আদায়