কালীগঞ্জে ছিনতাইকারী চক্রের কবলে সৌদিফেরত যুবক

গাজীপুর কণ্ঠ : কালীগঞ্জে প্রাইভেটকারচালক ছিনতাইকারী চক্রের কবলে পড়ে মালামাল খুইয়েছেন সৌদি আরবের রিয়াদ থেকে ছুটিতে আসা উজ্জ্বল(২৫) নামে এক যুবক।
ছিনতাইকারী চক্রের সদস্যরা উজ্জ্বলের সঙ্গে থাকা ৫০০ সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।
মঙ্গলবার মধ্যে রাতে টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
উজ্জ্বল ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মইনবাড়রা গ্রামের মৃত আলতাফ মিয়ার ছেলে।
উজ্জ্বল বলেন, মঙ্গলবার রাতে সৌদি আরবের রিয়াদ থেকে দেশে ফিরে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শশুর বাড়ির উদ্দেশ্যে প্রাইভেটকার যোগে নরসিংদীর বেলাব থানার হোসেন নগর গ্রামে যাওয়ার সময় কালীগঞ্জের দড়িপাড়া এলাকা অতিক্রম করার পর গাড়ীর চালকসহ তার সহযোগীরা আমার মালামাল ছিনতাই করে চোখে মরিচের গুঁড়ো মারে। পরে আমার ডাক-চিৎকারে পূবাইল প্রেসক্লাবের সভাপতিসহ তার সঙ্গে থাকা আরো ৪ জন সাংবাদিক ওই গাড়ীর সামনে বেরিকেট দিলে ছিনতাইকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। ছিনতাইকারী চক্রের সদস্যরা আমার সঙ্গে থাকা ৫০০ সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।
পূবাইল থানা প্রেসক্লাবের সভাপতি আখতার হোসেন বলেন, মঙ্গলবার মধ্যে রাতে সহকর্মীদের নিয়ে কালীগঞ্জ থেকে ফেরার সময় ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে। যুবকের চিৎকারে আমারা সড়কে বেরিকেট দিলে ছিনতাইকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়।
ওই সড়কে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
কালীগঞ্জ থানায় উপ-পরিদর্শক এসআই সুলতান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী চক্রের প্রাইভেটকার (ঢাকা মেট্রো প-১১-৩১৪১)জব্দ করা হয়েছে। ছিনতাইকারীদের আটক করতে অভিযান চলছে।
এ বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।