আলোচিতজাতীয়সারাদেশ

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নরসিংদী ড্রিম হলিডে পার্কের সামনে অন্তত ১০ থেকে ১২ জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন । এদের মধ্যে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সন্ত্রাসীদের ওই হামলার ঘটনা ঘটে।

আহতরা ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক সাংবাদিক এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সদস্য।

আহতদের মধ্যে সাংবাদিক ফয়েজ আহমেদ, শহিদুল ইসলাম শাহেদ, মোহসিন কবির এবং ক্র্যাবের স্টাফ লালসহ কয়েকজনকে গুরুতর অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সোমবার ক্র্যাবের আয়োজনে নরসিংদীর ড্রিম হলি ডে পার্কে ‘ফ্যামিলি ডে’র অনুষ্ঠানে গিয়েছিলেন ঢাকার বিভিন্ন গণমাধ্যমের আড়াই শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা। আয়োজনের শেষে সন্ধ্যায় ‘রিজার্ভ’ বাসযোগে ঢাকায় ফিরতে গেলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিং করায় টাকা দাবি করেন। সাংবাদিকেরা এর প্রতিবাদ করলে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালান। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ।

নরসিংদীর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্-আল-ফারুক সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়। সন্ত্রাসীদের অনেকে দ্রুত পালিয়ে গেলেও দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। অন্যদেরও ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

ক্র্যাব’র সাধারণ সম্পাদক এম এম বাদশাহ সংবাদ মাধ্যমকে বলেন, পার্কিং ফি’র নামে চাঁদা দাবি করায় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছিলেন। তার জেরেই সংঘবদ্ধ ওই সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। অনেকের শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখম হয়েছে। সন্ত্রাসীরা সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী বাস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় বাসের ভেতরে থাকা সাংবাদিক ও তাদের স্ত্রী-সন্তানরা আতংকগ্রস্ত হয়ে পড়েন। ন্যাক্কারজনক এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্র্যাব সাধারণ সম্পাদক।

সূত্র: খবরের কাগজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button