ঢাকা থেকে অপহৃত মাদ্রাসাছাত্রের লাশ গাজীপুরে রেললাইনের পাশে থেকে উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকার হাজারীবাগ থেকে অপহরণের দুই দিন পর অপহৃত মাদ্রাসাছাত্র ইব্রাহিমকে (১০) মৃত অবস্থায় গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে মহানগরের মিরেরগাঁও এলাকায় রেললাইনের পাশে থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার হয়।
ইব্রাহিমের বাবার নাম মনির হোসেন। সে হাজারীবাগে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। ৫ মার্চ ওই এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
জিএমপি’র সদর থানা পুলিশ জানায়, সকাল থেকেই মিরেরগাঁও এলাকার রেললাইনের পাশে একটি লাশ পড়েছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গত ৫ মার্চ ঢাকার হাজারীবাগ থেকে নিখোঁজ হয় ইব্রাহিম। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাচ্ছিল না পরিবার। পরে তার বাবা মনির হোসেন হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর মাঝেই অপহরণকারীরা মোবাইলে ফোন করে মনিরের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে।