পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুর সদর উপজেলার আতুরী গ্রামের উজ্জল মিয়ার স্ত্রী হাফেজা খাতুন মালা (৩৪), তার মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী নুসরাত তাবাসসুম (৮) এবং ছেলে মারুফ (৫)।
হাফেজা খাতুন মালা কালীগঞ্জের দক্ষিণ সোম এলাকার মোজাম্মেল হকের কন্যা।
পারিবারিক সূত্র ও পুলিশ জানিয়েছে, হাফেজা খাতুন মালা তার দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি আতুরীতে বসবাস করতেন। সোমবার সকালে শ্বশুরবাড়িতে ঝগড়া হয় বলে জানা গেছে। এরপর মেয়ে নুসরাত তাবাসসুমকে স্কুল ইউনিফর্ম পরিয়ে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে দুই সন্তানসহ বের হন তিনি। সকাল পৌনে ১১টার দিকে পূবাইল বাজার রেলগেট থেকে পূর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় গিয়ে দুই সন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতের চাচী আম্মিয়া বেগম বলেন, রোববার দেবর ও ঝা’র (দেবরের স্ত্রী) সাথে মালার ঝগড়া হয়। পরে বিষয়টি সে তার স্বামী উজ্জলকে জানায়। কিন্তু স্বামী উজ্জল কোন প্রতিবাদ করেনি। সোমবার সকালে ফের তাদের মধ্যে ঝগড়া হয়। পরে সন্তানদের নিয়ে স্কুলে যাওয়ার কথা বলে পূবাইলে গিয়ে ট্রেনের নিচে ঝাপ দেয় মালা।
ঢাকা রেলওয়ে পুলিশ ও পূবাইল রেল স্টেশন মাস্টার মুসা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



