সড়কের পাশে অবৈধ ভাবে রক্ষিত নির্মাণ সামগ্রী এবং অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন ঈদ-উল-ফিতর কে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রাপথে ভোগান্তি লাঘবের লক্ষ্যে বরাবরের মতই নিরলস কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার টংগী হতে বোর্ড বাজার এলাকা পর্যন্ত সড়কের দুইপাশে অবৈধ ভাবে রক্ষিত নির্মাণ সামগ্রী এবং অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
একই সঙ্গে রাস্তাঘাট যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর নির্দেশনায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনূর ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আলম।
এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জনানো হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
আরো জানতে…….
মেয়াদ উত্তীর্ণ ও পচা-বাসি পণ্য বিক্রয়ের অপরাধে লক্ষাধিক টাকা জরিমানা