এমপি আজাদকে আ.লীগ থেকে অব্যাহতি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কুমিল্লা জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়িতে হামলার অভিযোগে কুমিল্লা-৪ আসনের এমপি আবুল কালাম আজাদকে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগে তার প্রাথমিক সদস্যপদও স্থগিত করা হয়েছে। এর আগে কালাম আজাদকে অভিযুক্ত করে আওয়ামী লীগ দপ্তরে অভিযোগপত্র দিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে কেন তাকে বহিষ্কার করা হবে না, সে ব্যাপারে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিপ্লব বড়ুয়ার সই করা ওই নোটিশে বলা হয়েছে, ‘৭ মার্চ উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে আপনার (সংসদ সদস্য আজাদ) নির্দেশে জেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনের গাড়িতে হামলা হয়েছে, এই মর্মে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ জমা হয়েছে। ওই হামলায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীবসহ আরও কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় জেলার সাংগঠনিক সম্পাদক পদ থেকে আপনাকে সাংগঠনিক নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button