কালীগঞ্জে পাইকারি ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও পাইকারি ইয়াবা বিক্রেতা মোঃ কামাল হোসেন (৩৫) গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে মানিকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কামাল হোসেন তুমুলিয়া ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল বাছির উদ্দিনের ছেলে। সে পাইকারি ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে। তার বিরুদ্ধে অন্ততঃ ৪ টি মামলা রয়েছে।
জানা গেছে, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদক উদ্ধারে কালীগঞ্জ থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয়ের সময় পাইকারি ইয়াবা বিক্রেতা কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। অভিযানের নেতৃত্বে দিয়েছে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইব্রাহীম শেখ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে কামাল হোসেন নামে এক মাদক বিক্রেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আরো জানতে…
কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু, মাদক সম্রাজ্ঞী রেহানা গ্রেপ্তার