লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ২৪

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। আবহাওয়ার পূর্বাভাসে তীব্র হাওয়া নিয়ে সতর্ক করা হয়েছে, যা চলতি সপ্তাহেই দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে।
শহরের বড় দু’টি দাবানলের প্রান্তগুলো নিয়ন্ত্রণে রাখতে দমকলকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন, ফের ঝড়ো বাতাস শুরু হওয়ার আগেই একটি সংক্ষিপ্ত অবকাশের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন তারা।
রোববার (১২ জানুয়ারি) পর্যন্ত টানা ছয়দিন ধরে নিয়ন্ত্রণহীন দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর এলাকা।
এসব দাবানলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি, স্থাপনা ধ্বংস হওয়ার পাশাপাশি এই দুর্যোগের কারণে এক লাখ মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ হয়ে উঠতে পারে।
আগুনের লকলকে শিখা একের পর এক এলাকাকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছে। ধনী, বিখ্যাত আর সাধারণ মানুষ, কারও বাড়ি বাদ রাখেনি। এলাকাগুলোতে যেন কেয়ামত নেমে এসেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত ১২৩০০ ঘরবাড়ি ও স্থাপনা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে।