নরসিংদীতে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ, নিহত ৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুটি পক্ষ। ভয়াবহ এই সংঘর্ষে টেঁটার আঘাত ও গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সূত্র ধরেই সকালে সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। এতে মোট তিনজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে আলম নামে একজনের নাম জানা গেছে। বাকি দুজনের নাম জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনাস্থলে রায়পুরা থানার ওসিসহ পুলিশ সদস্যরা যাচ্ছে। তিনজন নিহত হওয়ার খবর শুনেছি।

বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আতিয়ার রহমান সংবাদ মাধ্যমকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুলের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের অনুসারীরা রোববার সকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

Related Articles

Back to top button