কালীগঞ্জে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত জুতা বিক্রেতার মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক জুতা বিক্রেতার (৪৫) মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী-ভৈরব রেলসড়কে বালীগাঁও চৌধুরী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তার পড়নে ফুল হাতা গেঞ্জি ও চেক ট্রাউজার রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভ্যানে করে জুতা বিক্রির সময় ওই ব্যক্তি বালীগাঁও চৌধুরী বাড়ি এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। একই সময়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিলো।‌ সে সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ (পিপিএম) বলেন, “দুপুরে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

Related Articles

Back to top button