সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, পুলিশ এবং স্থানীয়রা মিলে ধরলো ৯ জন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জে থানায় প্রবেশ করে সাংবাদিক পরিচয় দিয়ে এক পুলিশ কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে চার জনকে গ্রেফতার করে পুলিশ এবং বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে বলে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে পাঁচ জনকে আটক করে এলাকাবাসী।
সোমবার (১ জুলাই) জেলা পুলিশের মুখপাত্র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রবিবার (৩০ জুন) ফতুল্লা মডেল থানায় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ হাতে গ্রেফতাকৃতরা হলেন- মো. সেলিম নিজামী (৩৭), মো. শফিকুল ইসলাম (৩৮), মো. ইউসুফ (২১) ও মাসুদ মিয়া (৩৫)। অপর এক ঘটনায় চাঁদাবাজির সময় কথিত পাঁচ সাংবাদিককে আটক করে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয়রা।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, পুলিশের কাছে চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা নিজেদেরকে দৈনিক গণজাগরণ ও অপরাধের খোঁজে পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক মো. আজিজুল হকের কাছে প্রতি মাসে ২০ হাজার করে টাকা দেওয়ার দাবি জানান। তা না হলে নিউজ করার হুমকি দেন তারা। এসময় গ্রেফতার ব্যক্তিরা গোপনে ভিডিও ধারণ ও কথা রেকর্ডিংয়ের চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশ পরিদর্শক মো. আজিজুল হক সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের পরিচয়পত্র দেখতে চান। তবে তারা কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভুয়া সাংবাদিক বলে স্বীকার করেন।

অপরদিকে রবিবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রঘুনাথপুর এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে পাঁচ জনকে আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে সাপ্তাহিক দুর্নীতির রিপোর্ট নামক একটি পত্রিকার আইডি কার্ডসহ বেশ কয়েকটি মোবাইলফোন জব্দ করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলো- সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিংয়ের মৃত হায়দার খানের ছেলে সাইফুল ইসলাম (৩২), বন্দর উপজেলার আবু বক্কর সিদ্দিকীর ছেলে রুহুল আমীন (৪৮), একই উপজেলার নবীগঞ্জের শাহ জালালের পুত্র ফয়সাল (৩২), ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার সিদ্দিক মিয়ার ছেলে শরীফ মো. সিদ্দিকী ওরুফে আপন (৪০) এবং একই এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে বাবু সওদাগর (৪৫)।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুলিশের কাছে চাঁদা দাবির ঘটনায় মামলা হয়েছে। অন্যদিকে রঘুনাথপুর বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাসের কথা বলে চাঁদা দাবিকালে এলাকার লোকজন কথিত পাঁচ সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে।