পূবাইলে ‘নিষিদ্ধ কারেন্ট জাল’ জব্দ এবং বিক্রেতাকে অর্থদণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বেলাই বিল ও চিলাই নদীর পূবাইল অংশে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘নিষিদ্ধ কারেন্ট জাল’ দিয়ে মাছ ধরার সময় জেলেদের কাছ থেকে কারেন্ট জাল জব্দ করে পূবাইল বাজার থেকে একজন ‘কারেন্ট জাল’ বিক্রেতাকে আটক করে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তরিকুল ইসলাম এর নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহীনুর ইসলামের তত্ত্বাবধায়নে ‘মৎস রক্ষা ও সংরক্ষন আইনে’ মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।
জব্দকৃত ‘নিষিদ্ধ কারেন্ট জাল’ পূবাইল ভূমি অফিসারের মাঠে জনগনের সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় সহায়তা করেন সদর উপজেলা মৎস্য অফিসার জান্নাতুন শাহীন ও তার দল এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন আনসার সদস্যরা।