গাজীপুরে ৫ চিকিৎসকসহ ৩১ জন, সারাদেশে শনাক্ত ৩৪১, একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘন্টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পাঁচজন চিকিৎসক ও জেলায় মোট ৩১ জনসহ সারাদেশে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩৪১ জন। এছাড়াও করোনাইরাসে প্রথমবারের মত একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে, আর মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।
এনিয়ে বাংলাদেশে মোট ৬০ জন মারা গেল। মোট করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৫৭২ জনের মধ্যে।
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন চিকিৎসক ও এক এসআইসহ ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জনের মধ্যে সর্বোচ্চ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পাঁচজন চিকিৎসকসহ ১১ জন ও কালীগঞ্জ থানা এলাকায় কর্মরত ডিএসবি’র ১ জনসহ উপজেলায় মোট ২৩ জন এবং কাশিমপুর থানার তেঁতুইবাড়ি এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে দুই নার্স এবং গাজীপুর সদরে ৬ জন। এ নিয়ে গাজীপুর জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্তের দাড়াঁলো ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় সারাদেশে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭জন পুরুষ ও ৩জন নারী। মারা যাওয়াদের মধ্যে ৫ জনের বয়স ৬১ থেকে ৭০ এর মধ্যে আর ৩ জনের বয়স ৫১ থেকে ষাটের মধ্যে।
বাকি দু’জনের একজনের বয়স ৭১ থেকে ৮০’র মধ্যে এবং আরেকজনের বয়স ২১ থেকে ত্রিশের মধ্যে।
নতুন মারা যাওয়া ১০ জনের মধ্যে ৬ জনই ঢাকায় মারা গেছেন বলে জানানো হয়।
আইইডিসিআরের উপ পরিচালক নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ২০১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষা করার সংখ্যা এবং নমুনা সংগ্রহের হার আগেরদিনের চেয়ে বেড়েছে বলে জানান নাসিমা সুলতানা।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর বাংলাদেশে আজ ৪০তম দিন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত মানুষ শনাক্ত হয়েছে ঢাকায়।
এরপরই রয়েছে নারায়নগঞ্জ, যেই অঞ্চলকে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার মনে করা হচ্ছে।
গতকাল (বুধবার) পর্যন্ত বাংলাদেশের ৪৪টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের খবর জানায় আইইডিসিআর।
এ সংক্রান্ত আরো জানতে…..
গাজীপুরের ২৮ জনসহ সারাদেশে শনাক্ত আরো ২১৯ জন: মৃত্যুর সংখ্যা ৫০ ছুঁয়েছে