কোনাবাড়িতে বাইরের গেট বন্ধ রেখে ভিতরে কারখানা চালু: ৫০ হাজার টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোনাবাড়িতে করোনা থেকে শ্রমিকদের রক্ষার্থে নিরাপত্তা নিশ্চিত না করে এবং সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব রক্ষা না করে কারখানা চালু রাখার অভিযোগে দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, বাইরের গেট বন্ধ রেখে ভিতরে করোনা থেকে শ্রমিকদের রক্ষার্থে কোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত না করে ও সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব রক্ষা না করে শ্রমিকদের দিয়ে কাজ চালানো হচ্ছিল। যা সংক্রামক ব্যাধি থেকে দেশবাসীদের মুক্ত রাখার জন্য সরকারি নির্দেশনার ব্যত্যয়। এ অপরাধে মেডিটেক্স ইন্ডাট্রিজ লিমিটেডকে ৩০ হাজার টাকা ও রেজাউল অ্যাপারেলস লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতক ডিভিশনের ১৮ই বেংগল ব্যাটেলিয়নের পক্ষে মেজর আশরাফ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এএসপি শুভাশিষ উপস্থিত ছিলেন।