কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ থানার ৯ পুলিশ সদস্যসহ ১৪ জন নতুন করে করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে।

নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে রিপোর্ট এলে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক।

গাজীপুর সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা সূত্রে জানা গেছে, গত ১৯ ও ২০ এপ্রিল পাঠানো নমুনা পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট আসলে ১৪ জন নতুন করে করোনা পজেটিভ বলে জানা যায়। নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছে কালীগঞ্জে থানায় কর্মরত পুলিশের এসআই ২ জন, প্রশিক্ষণকালীন উপপরিদর্শক (পিএসআই) ২ জন, এএসআই ৩ জন, একজন কনস্টেবল ও বিশেষ আনসার একজন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) এবং বালীগাঁও গ্রামের একজন ও জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের একজন। আগেই আক্রান্ত হয়েছেন এমন পরিবারের বাকী দু’জন সদস্য নতুন করে করোনা পজেটিভ হয়েছে বলে জানা গেছে।

আক্রান্তদের মধ্যে ৪ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শিবলী সাদিক বলেন, নমুনা পরীক্ষার পর আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্ট থেকে জানা যায় নতুন করে আরো ১৪ জন করোনা পজেটিভ হয়েছে। করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হওয়া সকলকেই আপাতত হোম আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য : ২১ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ছয়জন চিকিৎসক ও ৫ জন এসআই, ২ জন পিএসআইসহ কালীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়াঁলো মোট ৮৯ জন।

 

এ সংক্রান্ত আরো জানতে….

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button