শ্রীপুরে নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের বহেরাচালা এলাকায় ‘তাকওয়া ফেব্রিক্স লিমিটেড’র নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে বায়েজিদ মিয়া (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ কুড়িগ্রামের নাগেশ্বরীর বিড়াবাড়ি এলাকার জমের আলীর ছেলে। সে শ্রীপুরে বাসা ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বলেন, শ্রীপুরের বহেরাচালা এলাকায় ‘তাকওয়া ফেব্রিক্স লিমিটেড’ কারখানার নির্মাণাধীন ভবনের সাততলায় মাচা বেঁধে কাজ করছিল বায়েজিদ মিয়া। এ সময় হঠাৎ করে মাচা ছিঁড়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বায়েজিদকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।