কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার পর বাড়িতে লুট!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভার পশ্চিম চৈতরপাড়া এলাকায় প্রবাসীর স্ত্রীকে দারালো অস্ত্রের আঘাতে হত্যার পর বাড়িতে লুটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন।
নিহতের নাম নাজমা বেগম (৪০)। তিনি পশ্চিম চৈতরপাড়া এলাকার সৌদি প্রবাসী মোমেন মির্জার স্ত্রী।
কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আহামুদুল কবির ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত পৌণে নয়টার দিকে পশ্চিম চৈতরপাড়া এলাকায় প্রবাসী মোমেন মির্জার বাড়িতে থাকা তার স্ত্রীকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ছেলেসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌণে ১০ টার দিকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরবর্তীতে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে নাজমা বেগমের মৃত হয়।
নিহতের স্বজনরা জানান, নাজমা বেগমকে দারালো অস্ত্রের আঘাতে অচেতন করে স্বর্ণালঙ্কারসহ বাড়িতে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আহামুদুল কবির বলেন, নিহত নাজমা বেগমের স্বামী মোমেন মির্জা সৌদি প্রবাসী। এছাড়াও তিন ছেলের মধ্যে দুই ছেলে সুমন (৩০) ও রিপন (২৪) মালয়েশিয়া প্রবাসী এবং ছোট ছেলে স্বপন (২০) তার মায়ের সঙ্গে বাড়িতে থেকে ঘোড়াশালে একটি কলেজে পড়াশোনা করেন।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, ‘নিহত নাজমা বেগমের ছোট ছেলে স্বপন (২০) তার কয়েকজন বন্ধুকে নিয়ে বিকেলে তাদের বাড়ির ছাদে মাদকের পার্টি করেছিলো বলে আলামত পাওয়া গেছে। এছাড়াও বাড়িতে থাকা নগদ প্রায় ৯০ হাজার টাকা ও কিছু স্বর্ণালঙ্কার লুট হয়েছে এবং স্বপনের সঙ্গে পার্টিতে অংশ নেওয়া তার বন্ধুরা নরসিংদী জেলার বলে জানা গেছে। ‘
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গুরুতর আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় নাজমা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হয়। পর তার প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করা হয়।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শ (এসআই) মঞ্জুরুল ইসলাম তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হকের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার কল করেও তাকে পাওয়া যায় নি।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন বলেন, ‘নাজমা বেগমের বাড়ির ছাদে মাদকের আলামত পাওয়া গেছে। টাকা লুটের ঘটনা ঘটছে বলে নিহতের স্বজনরা জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দারালো অস্ত্রের আঘাতে নাজমা বেগমকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’