কালীগঞ্জে প্রায় ৬’শ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ইয়াবা বড়িসহ তুমুলিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চুয়ারিয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তাররা হলেন-উপজেলার তুমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজহার উদ্দিন (৪২) এবং চুয়ারিয়াখোলা গ্রামের শাহীন ভুইয়া (৫৫)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আরিফ পাঠান জানান, র্যাব-৩ এর একটি দল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চুয়ারিয়াখোলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৯৭টি ইয়াবা বড়ি ও একটি মোটরসাইকেলসহ আজহার ও শাহীনকে গ্রেপ্তার করে তারা।
পরে রাত সাড়ে ৭টার দিকে দুজনকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করেন র্যাব সদস্যরা।
র্যাব-৩-এ নিয়োজিত উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।