কালীগঞ্জ বাসস্ট্যান্ডে সরকারি সম্পত্তি ‘দখল মুক্ত’ করল ইউএনও
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি ‘দখল মুক্ত’ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিক।
অভিযানে চারটি আধা পাকা ঘর ও শতাধিক টিনশেড ঘর গুড়িয়ে দেয়া হয়েছে।
এছাড়া স্বেচ্ছায় প্রায় অর্ধ শতাধিক আধা পাকা ঘর সরিয়ে নেয় দখলদাররা।
কালীগঞ্জ উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শিবলী সাদিক জানান, অবৈধভাবে দখলে রাখা সরকারি ভূমি ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার মৌখিক নোটিশের পরও স্থাপনা সরিয়ে নেননি দখলদাররা। সরকারি সম্পত্তি দখল মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।