পরকীয়ায় সাবধান কন্যা, কুম্ভর সামনে সফলতার হাতছানি

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতকের ব্যবসায়ে লাভবান হওয়ার সমূহ সুযোগ রয়েছে। পারিবারিক প্রবাসী আত্মীয়ের সাহায্যে বৈদেশিক রপ্তানির সুযোগ পেতে পারেন।

বৃষ : চন্দ্রের নিবংশ নিরূপণ চিত্রে দেখা যায় যে, জাতক এ-সপ্তাহে কোনো প্রকার ঝুট ঝামেলা থেকে বিরত থাকুন। সাবধানের মার নেই।

মিথুন : মঙ্গলের পাদপ্রদীপে দেখা যায় জাতকের ভাগ্যের চাকা ঘুরবে। অর্থ যোগ রয়েছে। এত দিনের প্রচেষ্টার ফসল ঘরে উঠবে। সারমেয় ভাগ্য ভালো।

কর্কট : নক্ষত্রের অবস্থানের বিচারে জাতকের হারিয়ে যাওয়া জমির দলিল ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। দখলদার প্রশাসনের সহায়তায় বিতাড়িত হবে।

সিংহ : রবির প্রভাবে পারিবারিক ঝামেলা হতে মুক্ত হবেন। প্রেমিকার সঙ্গে বহুদিনের অপেক্ষার পালা শেষ হবে। মধুর মিলনে জীবনের যবনিকা পাত।

কন্যা : জাতকের পরপুরুষে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চতুর প্রেমিকের হাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরকীয়ায় সাবধান।

তুলা : নেপচুনের প্রভাবে দেখা যায় যে জাতকের জীবনে কাছের কোনো নারীর চতুরতার ফলে বিপদে পড়বেন। দৈহিক মিলনের আহ্বানে সাড়া দেবেন না।

বৃশ্চিক : রবি গ্রহের জন্মতিথিতে অবস্থানের ফলে জাতক-জাতিকার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পুরনো কোনো পাওনা ফেরত পেতে পারেন।

ধনু : কালকেতু নক্ষত্রের গণনায় দেখা যায় জাতকের প্রবাসী বন্ধুর পাঠানো অর্থে ব্যবসায়ে উনড়বতি হবে। তবে সহজে পাওয়া অর্থ আদিরসে খরচ করবেন না।

মকর : শুভ্র-সুন্দর কল্যাণীর আবির্ভাবে জাতকের অনৈতিক অধিক মিলনের কারণে স্বাস্থ্যগত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থৈর্য আপনাকে বাঁচাবে।

কুম্ভ : জাতকের সামনে সফলতার হাতছানি। সৃষ্টিশীল কাজে সম্মান ও আনন্দ দুই-ই বয়ে আনবে। অর্থপ্রাপ্তি এই আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেবে।

মীন : নিঃস্বাদ বর্গের উত্তরে ফাল্গুনীর অবস্থানে দেখা যায় এ-সপ্তাহে রবি ও কেতুর কারণে জাতকের জীবনের মোড় ঘুরে যেতে পারে। অর্থপ্রাপ্তি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button