শ্রীলঙ্কায় হামলাকারীদের ভিডিও প্রকাশ করল আইএস (ভিডিও)

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : স্পষ্ট করে না বললেও শ্রীলঙ্কার পুলিশ হামলায় ন্যাশনাল তাওহিদ জামাতের সংশ্লিষ্টতাকে কেন্দ্রে রেখে হামলার তদন্ত শুরু করে। আইএস-এর প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্রে সেই সংগঠনের শীর্ষ নেতাকেও দেখা গেছে। এরআগে ২০১৬ সালের জুলাই মাসে গুলশানের হলি আর্টিজানে হামলার পর আইএস-এর পক্ষ থেকে একই কায়দায় হামলাকারীদের ভিডিও প্রকাশ করা হয়েছিল।ভিডিওবার্তায় তিনজনকে ওই হামলা সম্পর্কে বক্তব্য দিতে শোনা যায়। এদের একজন ইংরেজিতে এবং দুইজন বাংলা কথা বলে।

শ্রীলঙ্কার পুলিশের দাবি, তারা ১০ দিন আগেই ন্যাশনাল তাওহিদ জামাতের হুমকির ব্যাপারে নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছিলেন। ফরাসি সংবাদমাধ্যম এএফপি’র হাতে পাওয়া নথি অনুযায়ী, গির্জায় হামলার ব্যাপারে শ্রীলঙ্কার পুলিশকে আগেই সতর্ক করেছিল ‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থা’। ২০১৯ সালের ১১ এপ্রিল পুলিশ প্রধান পুজুথ জয়াসুনদারা দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত গোয়েন্দা সতর্কতা পাঠান। এতে বলা হয়, ‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) প্রখ্যাত চার্চ এবং কলম্বোয় ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছে।’

রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২১ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি। মঙ্গলবার কোনও প্রমাণ ছাড়াই ‘আমাক’-এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এর কিছু সময়ের মাথায় শ্রীলঙ্কার হামলাকারী পরিচয় দিয়ে তাদের নেতা বাগদাদির কাছে ৮ ব্যক্তির আনুগত্যের শপথ নেওয়ার ভিডিও প্রকাশ করে তারা।

বাগদাদি বিগত ৫ বছর জনসম্মুখে আসেনি। ২০১৭ সালের জুন মাসে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিলোমলোটভ বলেছিলেন, মে মাসের শেষদিকে সিরিয়ার রাকা শহরের কাছে রাশিয়ার বিমান হামলায় ‘খুব সম্ভবত’ বাগদাদি নিহত হয়েছেন। এছাড়া, লন্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ায় তাদের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা ও সন্ত্রাস দমন বিভাগের প্রধান আবু আলি আল-বসরির বরাত দিয়ে দাবি করে, জঙ্গিগোষ্ঠী আইএসের প্রধান নেতা আবু বকর আল বাগদাদী এখনও বেঁচে আছে। এবার আইএস-এর দাবিকৃত শ্রীলঙ্কার হামলাকারীদের সঙ্গে এক রেকর্ডকৃত ভিডিওতে দেখা গেল তাকে।

স্পষ্ট করে না বললেও শ্রীলঙ্কার পুলিশ হামলায় ন্যাশনাল তাওহিদ জামাতের সংশ্লিষ্টতাকে কেন্দ্রে রেখে হামলার তদন্ত শুরু করে। আইএস-এর প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্রে সেই সংগঠনের শীর্ষ নেতাকেও দেখা গেছে। এরআগে ২০১৬ সালের জুলাই মাসে গুলশানের হলি আর্টিজানে হামলার পর আইএস-এর পক্ষ থেকে একই কায়দায় হামলাকারীদের ভিডিও প্রকাশ করা হয়েছিল।ভিডিওবার্তায় তিনজনকে ওই হামলা সম্পর্কে বক্তব্য দিতে শোনা যায়। এদের একজন ইংরেজিতে এবং দুইজন বাংলা কথা বলে।

শ্রীলঙ্কার পুলিশের দাবি, তারা ১০ দিন আগেই ন্যাশনাল তাওহিদ জামাতের হুমকির ব্যাপারে নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছিলেন। ফরাসি সংবাদমাধ্যম এএফপি’র হাতে পাওয়া নথি অনুযায়ী, গির্জায় হামলার ব্যাপারে শ্রীলঙ্কার পুলিশকে আগেই সতর্ক করেছিল ‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থা’। ২০১৯ সালের ১১ এপ্রিল পুলিশ প্রধান পুজুথ জয়াসুনদারা দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত গোয়েন্দা সতর্কতা পাঠান। এতে বলা হয়, ‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) প্রখ্যাত চার্চ এবং কলম্বোয় ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছে।’

ডেইলি মেইলে প্রকাশিত সেই ভিডিও:

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button