ধীরাশ্রমে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ রেলরুটের মহানগরের ধীরাশ্রম এলাকায় পৃথক পৃথক ট্রেনে কাটা পড়ে দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে।
রেল পুলিশ বুধবার সকালে এবং মঙ্গলবার রাতে লাশ দুটি উদ্ধার করেছে।
নিহত ব্যাক্তিদের নাম-পরিচয় পাওয়া যায় নি। তাদের এক জনের বয়স আনুমানিক ৩৫ বছর, পরনে আকাশি রঙের ফুলহাতা শার্ট ও সাদা- কালো লুঙ্গি রয়েছে। অপরজনের বয়স ৪৫ বছর, পরনে কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই সুব্রত দাস জানান, ধীরাশ্রম এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ৩৫ বছর বয়সী এক ব্যাক্তির মৃত্যু হয়। খবর পেয়ে সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, একই এলাকায় মঙ্গলবার রাত ১১ টার দিকে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সী অপর এক ব্যাক্তির মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।