শ্রীপুরে ডাকাতের হামলায় দুই পুলিশ আহত, আটক ১

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির সময় ধারালো অস্ত্রের কোপে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের ধাওয়ায় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে রুবেল মিয়া (২৭) নামে এক ডাকাত গুরুতর আহত হন।
রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘি গ্রামের হাসিখালি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত রুবেল শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের বাসিন্দা।
ডাকাতদের হামলায় আহতরা হলেন, ওই থানার কনস্টেবল মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫)।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির সংবাদ মাধ্যমকে বলেন, গত রাতে শ্রীপুর থানার চার পুলিশ মাওনা ইউনিয়নে টহল ডিউটি ছিলেন। রাত আনুমানিক পৌনে দুইটার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘী গ্রামের সড়কে হাসিখালি ব্রিজে গাছের গুড়ি ফেলে ডাকাতির খবর পায় টহল দলটি। তখন পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়।
তিনি আরো জানান, ডাকাতদের রাম দার কোপে পুলিশ কনস্টেবল রুহুল আমিন ও সেলিম গুরুতর আহত হন। তখন টহল দলের অন্য সদস্যরা ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে রুবেল নামে এক ডাকাত গুরুতর আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারাহ বিনতে ফারুক সংবাদ মাধ্যমকে বলেন, আহত দুই পুলিশ সদস্য ও এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।