মীরের বাজারে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের মীরের বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় শাহাদাত হোসেন মুন্না (২৭) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।
বুধবার (১ মে) সকাল সড়ে ৭টার দিকে ঢাকা বাইপাস সড়কের মিরের বাজারের কামারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঢাকা বাইপাস সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
নিহত শাহাদাত হোসেন মুন্না ময়মনসিংহের নান্দাইল থানার রামগাতি খালপাড় গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি মিরপুর-১ লালকুটি কলোনিতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন মোটরসাইকেলযোগে ঢাকা বাইপাস সড়ক দিয়ে কামারগাঁও এলাকা অতিক্রম করে প্রকল্পের অফিসের দিকে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২২-৮৩১৪) মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে
সত্যতা নিশ্চিত করে জিএমপির পূবাইল থানার উপপরিদর্শক এসআই হুমায়ূন কবির বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।