গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী ফজলুল হক মিলন আটক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনকে কালীগঞ্জের বাড়ি থেকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার দুপর সাড়ে তিনটার দিকে নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফিরেলে তাকে আটক করে ডিবি পুলিশ।
স্থানীয় বিএনপির একাধিক নেতৃবৃন্দ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি দল আমাদের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরির জন্যই প্রশাসনকে ব্যবহার করে এখন ধরপাকড় শুরু করেছে। এরই অংশ হিসেবে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনকে আটক করেছে।
তার আইনজীবী পারভিন আক্তার ও স্ত্রী শম্পা হক সাংবাদিকদের জানান, মিলনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৩৩টি মামলা রয়েছে। তিনি সব মামলায় জামিনে রয়েছেন। বুধবার তিনি সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার বাসায় ফেরেন। তখন তাকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়।
শম্পা বলেন, দুপুরের খাবার খেয়ে তিনি মতবিনিময় সভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় গোয়েন্দা পুলিশ মিলনকে আটক করে নিয়ে যায়।
“ওপরের নির্দেশে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ আমাদের জানিয়েছে। কয়েক দিন আগে তার ঢাকার বাসায়ও অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেপ্তার আতংকে তিনি এত দিন গাজীপুরে আসেননি।”
এ বিষয়ে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কোন বক্তব্য পাওয়া যায় নি।